স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিশিগানে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় মিশিগান ষ্টেটের হ্যামট্রামিক সিটির গেইট অফ কলম্বাসে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাকের উদ্দিন সাদেকের পরিচালনায় এবং মিছবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন, মামুন উদ্দিন সামছু, মো. জিলান উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে দেন মামুনুর রেজা সাহেল, হ্যামট্রামিক সিটির কাউন্সিলর আবু আহমেদ মুসা। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন আবদুল বাছিত, সাকের উদ্দিন সাদেক, নাসির সবুজ, জিল্লুর রহমানসহ অনেকে।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ওয়ারেন সিটির কাউন্সিলর পদপ্রার্থী টুনু ইসলাম, কাউন্সিলর পদপ্রার্থী কবির আহমদ, কাউন্সিলর পদপ্রার্থী খাজা সাহাব আহমেদ, হ্যামট্রামিক সিটির কাউন্সিলর পদপ্রার্থী মুহতাসিন সাদমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সোসাইটি মিশিগানের মোয়াজ্জেম সাইফ চৌধুরী, সাহাব উদ্দিন, জয়নাল আবেদিন, মো. হেলাল উদ্দিন, মো. সালাহ উদ্দিন, জুবের আহমদ, তাহের চৌধুরী, জহুর আলী, হেলাল হোসেন, আফাজ উদ্দিন, মুরাদ আহমদ, তাজউদ্দিন, পারভেজ আহমদ, সরওয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি হোসেন মোহাম্মদ সোলেয়মান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি সভাপতি আজমল হোসেন, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাবেক সাধারণ সম্পাদক মুজিব আহমেদ মনির।
এদিকে, বাংলা প্রেসক্লাব অব মিশিগানের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা প্রেসক্লাব অব মিশিগানের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর আড্ডা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি সৈয়দ শাহেদুল হক সায়েদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য দেন এনটিভি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য, আমাদের সময়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, জনকণ্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন, টিবিএন-২৪ ও ঢাকা পোস্টের মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, মানবকন্ঠের সাহেল আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, এম আই প্রতিদিন দেওয়ান কাওসার, গ্লোবাল টিভির সৈয়দ আসাদুজ্জামান সুহান, টিবিএন-২৪’র মাহফুজুর রহমান, সুপ্রভাত মিশিগানের স্টাফ রিপোর্টার মৃদুল কান্তি সরকার, সময়ের আলোর তাসনিয়া আলভী।
সভায় বক্তারা ঈদ নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ ছাড়া সভায় প্রেসক্লাবকে সুসংগঠিত করার লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রেসক্লাবের নির্বাচন নিয়ে আলোচনা করেন বক্তারা। আসন্ন নির্বাচন নিয়ে পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।