শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

আমার লাশ যেন কাউকে না দেখানো হয়: মৌসুমী

আমার লাশ যেন কাউকে না দেখানো হয়: মৌসুমী

স্বদেশ ডেস্ক:

সুখী সংসারের রহস্য, নিজের পেশার সঙ্গে বেঈমানি না করা, ওমর সানীর সঙ্গে সম্পর্কসহ বেশ কিছু ইচ্ছার কথা বলেছেন চিত্রনায়িকা মৌসুমী।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় একটি বেসরকারি টেলিভিশনের ‘১৩টি প্রশ্ন’ শিরোনামের আয়োজনে এমন ইচ্ছার কথা জানান এই চিত্রনায়িকা।

ওমর সানীর সঙ্গে সুখী সংসার প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘ও আমাকে কখনো ঠকায়নি। সে আমার আপন একজন মানুষ। আমার আত্মার একজন মানুষ। তার ভুল-ভ্রান্তিগুলো অন্যদের কাছে যেভাবে ধরা পড়ে, আমার কাছে সেভাবে ধরা পড়ে না। কমিটমেন্ট ঠিক থাকলে কোনো ধরনের পরিস্থিতির শিকার হতে হয় না। এক্ষেত্রে আমি লাকি। আর জুটি হিসেবে আমরা এভারগ্রিন।’

উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন করেন, ‘ক্যামেরার সামনে শেষ কথা হলে সেটা কী বলতে চান?’

এমন প্রশ্নে মৌসুমী বলেছেন, ‘প্রথমত আমি বলব আমি যদি মরে যাই আমার সব ভুলে জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দিবেন আমাকে। আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেওয়া হয়। জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক।’

মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী বলেছেন, ‘আমি মারা যাবার আগে বড় হজ করতে চাই আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। কারণ সবার দোয়া কাজে লাগে।’

ওই প্রশ্নের উত্তরে মৌসুমী আরও বলেছেন, ‘আমি মারা যাবার পর টিভিতে ধুমধাড়াক্কা ছবি এবং দর্শকদের কাছে অনেক ছবি রয়ে গেছে, সেগুলো আপনাররা যার যার মোবাইল থেকে ডিলিট করে দিবেন। তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। সেখানেই সবাই আমার সব কিছু জমা দিয়ে দেবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার জন্য প্রয়োজন আছে, তবে সে উদ্দেশ্যই ছবি গুলো সংরক্ষণ হবে। অবশ্যই বাছাইকৃত ছবি গুলো জমা দেয়া হবে, এছাড়া অন্য সব কিছু ডিলিট করে দিলে ভালো হবে।’

শেষদিকে এই চিত্রনায়িকা আরও বলেছেন, ‘এছাড়া আমার কিছু উদ্দেশ্য রয়েছে। যেমন আমার কিছু সাংগঠনিক ভাবে মৌসুমী ওয়েলফেয়ারের মাধ্যমে যেসব কাজ করার উদ্দেশ্য রয়েছে আমার সব ভক্তদের অনুরোধ করব এটাকে সব সময় সচল রাখার জন্য।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877