শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন

ভালো আছেন রনি তালুকদার, খেলবেন ২য় ম্যাচ

ভালো আছেন রনি তালুকদার, খেলবেন ২য় ম্যাচ

স্বদেশ ডেস্ক:

সাগরিকায় সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় বাংলাদেশ। এমন জয়ে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ওপেনার রনি তালুকদার। মাত্র ৩৮ বলে খেলেন ক্যারিয়ার সেরা ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস। ফলশ্রুতিতে ক্যারিয়ারে প্রথমবার ম্যাচসেরার পুরস্কার জেতেন রনি, তবে সেই পুরস্কার নিজের হাতে নেয়া হয়নি তার।

ক্রিকেট পাড়ায় প্রচলিত আছে, ব্যাট হাতে ফর্মে থাকলে ফিল্ডিংয়েও পাওয়া যায় বাড়তি আত্মবিশ্বাস। তবে সেই আত্মবিশ্বাসই কাল হলো রনি তালুকদারের। ঘটনাটা ঘটে ম্যাচের একদম শেষ ওভারে। সীমানায় ফিল্ডিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান রনি। এরপর বামহাত চেপে ধরে বসে পড়েন। দ্রুত মাঠে প্রবেশ করেন ফিজিও। কিছুক্ষণ শুশ্রুষার পরও রনি অস্বস্তি অনুভব করায় মাঠের বাইরে নেয়া হয় তাকে।

তবে এরপর আর মাঠে দেখা যায়নি তাকে, আসেননি ম্যাচসেরার পুরস্কার নিতেও। আসতে পারেননি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও। ফলে শঙ্কা ছড়িয়ে পড়ে সমর্থকদের মনে। তবে অবশেষে সুখবর পাওয়া গেল, ভালোই আছেন রনি তালুকদার। বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেন, ‘রনি বড় কোনো চোট পায়নি। আশা করি পরের ম্যাচে খেলবেন।’

অতঃপর নিজের সুস্থতার খবর নিশ্চিত করেছেন রনিও, রনি বলেন, ‘ভালো আছি। চোট অতটা গুরুতর নয়। আশা করছি সব ঠিক আছে। দোয়া করবেন যেন পরের ম্যাচটা খেলতে পারি।’

এমন ইনিংস খেলার পর নিজের বাবাকে স্মরণ করে আবেগতাড়িত হয়ে যান রনি। ‘বাবা সব সময় চাইতেন যেন আমি জাতীয় দলে খেলি। এখন খেলছি কিন্তু বাবা নেই। আমার বিশ্বাস বাবা আকাশ থেকে দেখছেন। খুব মনে পড়ছে তাকে। তিনি বেঁচে থাকলে আনন্দটা দ্বিগুণ হতো।’ যোগ করেন রনি।

উল্লেখ্য যে, আগামীকাল বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ইতোমধ্যে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে টাইগাররা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877