স্বদেশ ডেস্ক:
ন্যাশভিল শহরের বার্টন হিলস ডক্টর এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়।
স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিয়ে বিষয়টা জানতে পারে। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ভবনটির দ্বিতীয় তলায় গুলির শব্দ শুনতে পায় পুুলিশ। হামলাকারী নিহতের আগে তিন শিক্ষার্থী ও তিন কর্মচারীকে হত্যা করে। তবে পুলিশ হামলাকারীকে শনাক্ত করতে পারিনি। তবে ধারণা করছে হামলাকারী একজন কিশোর। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হামলাকারী ওই স্কুলের সাবেক শিক্ষার্থী।