শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

তাসকিনে মুগ্ধ আইরিশ অধিনায়ক

তাসকিনে মুগ্ধ আইরিশ অধিনায়ক

স্বদেশ ডেস্ক:

ছোট এই জীবনে কত কিছুই না দেখে ফেললেন তাসকিন আহমেদ। দেখেছেন জীবনের কত রঙ, কত রূপ। তবে ঘাড় ফিরিয়ে বরাবরই ঘুরে দাঁড়িয়েছে তিনি, নানা বাধার গোলকধাঁধাতে আটকা পড়লেও হার মানেননি। পথ খুঁজে ফিরেছেন, ‘ফিরতেই হবে’ প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তাইতো প্রতিনিয়ত নিজেকে ভেঙে গড়েছেন, নতুন রূপে উপস্থাপন করেছেন।

যা চোখ এড়ায়নি পল স্টার্লিংয়ের। আয়ারল্যান্ড দলের এই অধিনায়ক তাসকিনকে প্রতিনিয়ত নতুন রূপে দেখে মুগ্ধ। মুগ্ধ তার উন্নতিতে, এগিয়ে যাবার দৃঢ়তা দেখে। আজ সংবাদ সম্মেলনে প্রকাশ্যেই তাসকিনের এমন প্রশংসা করলেন আইরিশ অধিনায়ক।

সোমবার (২৭ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বৃষ্টি আইনে ২২ রানে হেরে যায় আয়ারল্যান্ড। অবশ্য ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য তাড়ায় ২ ওভারেই ৩২ রান তোলে ফেলে আইরিশরা। এমতাবস্থায় বল হাতে এক ওভারে ৩ উইকেট তোলে নেন তাসকিন, আর নিজের দ্বিতীয় ওভারে নেন আরো ১ উইকেট। সব মিলিয়ে ১৬ রানে ৪ উইকেট শিকার করে ক্যারিয়ার সেরা রেকর্ড গড়েন তিনি। বলা যায় তার কাছেই মেরুদণ্ড ভেঙে যায় আইরিশদের ইনিংসের।

তবুও তাসকিনকে নিয়ে উচ্ছ্বসিত মন্তব্যই শোনা গেল পল স্টার্লিংয়ের কণ্ঠে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি অনেকদিন ধরে তাসকিনকে দেখছি। আমি প্রতিবারই তাসকিনকে যখন দেখেছি, সে অনেক উন্নতি করেছে। তার গতি বেড়েছে। তার আগ্রাসী মনোভাব বেড়েছে। তার বিপক্ষে খেলা সত্যিই কঠিন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877