রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে সাফল্য দেখছে নিউইয়র্ক

বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে সাফল্য দেখছে নিউইয়র্ক

স্বদেশ ডেস্ক:

নিউইয়র্কে বন্দুক সহিংসতা এবং এ ধরণের সহিংসতায় হতাহতের ঘটনা উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনার দাবি করেছেন গভর্নর ক্যাথি হোকুল। বুধবার আলবানিতে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব নিয়ে রাখা বক্তব্যে এই দাবি জানান তিনি।

বক্তব্যে গভর্নর বলেন, শুধু নিউইয়র্ক সিটিতেই ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বন্দুক সহিংসতায় হতাহতের ঘটনা ১৭% কম ছিলো। গভর্নর হোকুলের বক্তব্য অনুযায়ী স্টেটজুড়ে ২০২২ সালে হত্যাকা-ের ঘটনাও আগের বছরের তুলনায় ১১% কমেছে। তবে একইসময় সবমিলিয়ে বিভিন্ন ধরণের অপরাধের হার বৃদ্ধি পেয়েছে ২১%।

অবশ্য গভর্নর হোকুল তার বক্তব্যে অপরাধের এই হারকে তিন দশক আগের তুলনায় তুচ্ছ হিসেবে বর্ণনা করেন। বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে সাফল্যের এই ধারা ২০২৩ সালের প্রথমভাগেও অব্যাহত আছে বলে জানান গভর্নর। আগামী অর্থবছরের বাজেটে এই সহিংসতা মোকাবেলায় ৪৯১.৯ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন হোকুল।

এর মধ্যে বন্দুক সহিংসতার শিকার কমিউনিটিগুলোর জন্য ৭০ মিলিয়ন ডলার এবং তরুণ প্রজন্মের সদস্যদের কর্মসংস্থান নিশ্চিতে বিভিন্ন প্রকল্পে ৮৪.১ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া স্টেট পুলিশের কমিউনিটি স্ট্যাবিলাইজেশন ইউনিট (সিএসইউ)-এর সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২৫ করার পরিকল্পনাও আছে গভর্নর  হোকুলের বাজেট প্রস্তাবে। এই লক্ষ্যে ২৫.৯ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877