রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
বিএনপির ১৩ নেতা কারাগারে

বিএনপির ১৩ নেতা কারাগারে

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রাম মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ দলটির ১৩ নেতার আগাম জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার স্থায়ী জামিনের জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন ওই ১৩ নেতা। আদালত জামিন বাতিল করে সবাইকে কারাগারে পাঠিয়ে দেন।

এ তথ্য নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী নাজমুল হোসেন। তিনি বলেন, বিএনপির নেতারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদের শেষ দিন আজ আদালতে আত্মসমর্পণ করেন তারা। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দীন, বারৈয়াহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দীন লিটন, চট্রগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি নুরুল আলম কমান্ডার, মিরসরাই উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরিফ, চট্রগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দীন সবুজ ও হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী সালেহ আহম্মদ।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘মিথ্যা মামলায় আগাম জামিন বাতিল করে সিনিয়র নেতাদের কারাগারে পাঠানোর নিন্দা জানাই। অবিলম্বে তাদের মুক্তি না দিলে উত্তর জেলা বিএনপি রাজপথে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। পুলিশ ও আদালতকে দলীয়করণ করে দমনপীড়ন চালিয়ে কখনো কোনো অবৈধ সরকারের শেষ রক্ষা হয়নি। এই সরকারেরও হবে না। সরকারের পতন এখন সময়ের ব্যাপার। মামলা-হামলা-গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীরা ভয় পায় না। আগামীতে আন্দোলন আরও কঠোর হবে।’

উল্লেখ্য, গত জানুয়ারিতে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে ওই মামলা দায়ের করে পুলিশ। এ ঘটনায় চারটি মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877