স্বদেশ ডেস্ক:
শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বিএনপিকে সংকটে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি যতই বিষোদগার করুক; শেখ হাসিনার উন্নয়ন বিরোধী দলকে সংকটে ফেলে দিয়েছে। তাই বিএনপি আজ পথহারা পথিকের মতো দিশেহারা। তাই বিদেশীদের কাছে তারা ধরনা দিচ্ছে। তারা এখন এক দেওলিয়াপনায় ভুগছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির জাতীয় সংসদে বিরোধী দল। দলটিতে যে টানাপোড়েন চলছে এতে আওয়ামী লীগের কিছু বলার নাই। এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তাদের চেয়ারম্যান কে হচ্ছেন তারাই নির্বাচন করবেন। কারো প্রতি আওয়ামী লীগের পক্ষপাতীত্ব নাই। সংসদে বিরোধী দলের আসনে যিনি বসবেন স্পীকার তাকেই স্বীকৃতি দিবেন।
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অভিযোগ মিথ্যা। বিরোধী দলীয় নেতা নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। আওয়ামী লীগ তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না।
রংপুর-৩ আসনের উপনির্বাচনের বিষয়ে তিনি বলেন, আগামীকাল মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হবে। নেতাকর্মীদের মধ্যে থেকে কাকে মনোনয়ন দেয়া যায় বাছাই করা হবে। সেখানে বঙ্গবন্ধু পরিবারের কাউকে মনোনয়ন দেয়া হচ্ছে না।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিবসকে জনগণের ক্ষমতায়ন দিবস হিসাবে ঘোষণা করেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুবলীগের এই উদ্যোগকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল করা, জনগণের কাছে তুলে ধরা সংগঠনের দায়িত্ব। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন আর শেখ হাসিনা উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। উন্নয়নের রূপকার হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।