ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়া অঞ্চলের সাগরে রোববার ঝড়ে পড়ে মারা যাওয়া ১২ শিশুসহ ৫৯ জনের মধ্যে অন্তত ২৯ জন পাকিস্তানি নাগরিক। ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ২০০ জন আরোহী ছিল। ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছে।
রোমে পাকিস্তানি দূতাবাস সূত্র জানায়, দুর্ভাগ্যের শিকার নৌকাটিতে প্রায় ৪০ জন পাকিস্তানি ছিল। এদের মধ্যে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।
কয়েক দিন আগে তুরস্ক থেকে ছেড়ে আসা নৌকাটিতে আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া ও ইরানের নাগরিকদের বহন করছিল।
প্রতিবছর বিপুলসংখ্যক লোক ইউরোপে যাওয়ার জন্য আফ্রিকা থেকে ইতালিতে যায়। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছর ৫,২০০ লোক ইতালি গিয়েছিল এভাবে। চলতি বছর এ পর্যন্ত ১৪ হাজার লোক ইতালি পৌঁছে গেছে।
তবে সাগরে ডুবে মারা গেছে আরো অনেক বেশি লোক। এ কারণে ভূমধ্যসাগরকে অনেকে শরণার্থীদের সমাধিক্ষেত্র হিসেবে অভিহিত করে থাকে।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, বিবিসি ও অন্যান্য