স্বদেশ ডেস্ক:
আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি রচিত ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না, তিনি ভাবেন আগামীর প্রজন্মের কাছে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার কথা। পরিবর্তনের আরেক নাম শেখ হাসিনা। রাজনৈতিক পরিবর্তনের আধুনিক রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ১৪ বছরের সফল নেত্রী শেখ হাসিনা। এ দেশের রাজনীতির জন্য তিনি একটি ইতিহাস। শেখ হাসিনার জন্যই বাংলাদেশের গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। ভোট জালিয়াতি শুরু করেছিল বিএনপি। তাদের টার্গেটই এক দফা- সরকার হটাও ক্ষমতা দখল। বিএনপির দৃশ্যমান কোনো উন্নয়ন নেই।
তিনি আরও বলেন, স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়ন বিশ্ব দরবারে বাংলাদেশের স্থান নির্ধারণে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশেও এখন মেট্রোরেল চলছে। পায়রা সমুদ্রবন্দরও দৃশ্যমান। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বহুলেন টানেলেরও কাজ শেষ।
মামুন-উর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থের লেখক অধ্যক্ষ রওশান আরা, গ্রন্থের সম্পাদক সাংবাদিক ফিরোজ আলম মিলন, গ্রন্থের প্রকাশক কাজী তারিক আনন্দসহ বিশিষ্টজনেরা।