স্বদেশ ডেস্ক:
নির্মিত হলো বাংলাদেশের ট্রাফিক পুলিশের থিম গান। নিজেদের জীবনযাত্রা নিয়ে এই গানে কণ্ঠ দিয়েছেন ট্রাফিক পুলিশের সদস্য দ্বীন ইসলাম। এর আগেও পুলিশের থিম গান গেয়েছিলেন তিনি।
গানকে বিশ্লেষণ করে দ্বীন ইসলাম বলেন, ‘ট্রাফিক পুলিশের যে ত্যাগ রয়েছে, যে বাস্তবতার মুখোমুখি হন ট্রাফিক পুলিশের সদস্যরা, রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে দায়িত্ব পালনে যেভাবে নিয়োজিত থাকেন আর ট্রাফিক পুলিশ সদস্যদের হৃদয়ের যে কথা কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব হয় না। এই গানে ও ভিডিওতে সেটি চিত্রিত করার চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘এই গানে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এর আগে, পুলিশ থিম সং গেয়ে প্রশংসা পেয়েছিলাম। স্বাভাবিকভাবে এটি আমার সহকর্মীরা বেশ আনন্দের সাথে গ্রহণ করেছেন।’
ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি দ্বীন ইসলাম গান করেন। দুটি অ্যালবাম, শতাধিক গান ও মিউজিক ভিডিও রয়েছে তার।