স্বদেশ ডেস্ক:
আর্মেনিয়ার পূর্বাঞ্চলীয় গেঘারকুনিক প্রদেশের একটি সামরিকঘাঁটিতে আগুন লেগে অন্তত ১৫ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গেঘারকুনিক প্রদেশের আজাত গ্রামের একটি সামরিক ইউনিটের ইঞ্জিনিয়ার ও স্নাইপার কোম্পানির ব্যারাকে আগুন লাগে।
আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত দেড়টার দিকে সেনা সদস্যদের ব্যারাকে আগুন লাগে। কীভাবে সামরিক ঘাটিতে এ ঘটনা ঘটলো তার কারণ উদঘাটন করতে পারেনি মন্ত্রণালয়। আগুন ১৫ সেনা সদস্যের মৃত্যু ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।