বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

অবশেষে বিয়ের তারিখ জানালেন সিদ্ধার্থ-কিয়ারা

অবশেষে বিয়ের তারিখ জানালেন সিদ্ধার্থ-কিয়ারা

স্বদেশ ডেস্ক:

আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন যাচ্ছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দুই পরিবার ও কাছের বন্ধুবান্ধব নিয়েই বিয়ের অনুষ্ঠান সারবেন তারা।

ভারতীয় গণমাধ্যম বলছে, বেশ কিছুদিন ধরেই লিভইনে রয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের আগে একে অপরকে আরও ভালোভাবে চিনে নিতেই হয়ত এই সিদ্ধান্ত তাদের।

মাস দুয়েক আগে কিয়ারার পোস্ট করেন, ‘অনেকদিন গোপনীয়তা বজায় রাখলাম। খুব শিগগিরই আসছে… অপেক্ষা ২ ডিসেম্বরের।’ তার পর তৈরি হয়েছে আরও ধোঁয়াশা। মনে করা হয়েছিল, ডিসেম্বরেই বোধ হয় চার হাত এক হবে। বিটাউনের ওপেন সিক্রেট এই লাভ স্টোরি। সম্প্রতি ‘মিশন মজনু’ ছবির প্রিভিউতে দেখা যায় তাদের। সাদা পোশাকে অনবদ্য দেখায় কিয়ারাকে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে পোজ দেওয়ার মাঝেই অনুরাগীরা ‘ফেব্রুয়ারি ৬’ বলে চিৎকার করছিলেন। কোনো উত্তর না দিলেও একগাল হাসি নায়িকার। এর পর আবারও প্রশ্ন ‘আমরা খুব এক্সাইটেড’। এর পর সিদ্ধার্থকে দেখেও একই প্রশ্ন অনুরাগীরা। ফেব্রুয়ারির ৬ তারিখ কি তাহলে দেখা হচ্ছে? ‘কী আছে ওই দিন’হালকা হেসে প্রশ্ন ছুঁড়ে দিলেন সিদ্ধার্থ।

‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-র খবর অনুযায়ী, ফেব্রুয়ারির শুরু অর্থাৎ ৪ ও ৫ তারিখ সংগীত ও গায়ে হলুদের অনুষ্ঠান। তাই ইতিমধ্যেই গানের লিস্টও তৈরি হয়ে গেছে কিয়ারার তত্ত্বাবধানে। তারা কেবল দুই পরিবার ও কাছের বন্ধুবান্ধব নিয়েই বিয়ের অনুষ্ঠান সারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877