স্বদেশ ডেস্ক:
চীনে ৬০ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো জনসংখ্যা কমেছে। সরকারি ডাটা থেকে এমনটাই জানা গেছে। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশটির জন্য এটি ঐতিহাসিক ঘটনা। এখন দীর্ঘ সময় দেশটির জনসংখ্যা কমবে বলেই ধারণা করা হচ্ছে।
এক দশমিক চার বিলিয়ন জনসংখ্যার দেশটিতে শ্রমশক্তির বয়স বাড়ার সাথে সাথে জন্মের হার রেকর্ড নিচে নেমে গেছে। জনসংখ্যার এমন আকস্মিক পতনে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করতে পারে এবং দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি করতে পারে।
মঙ্গলবার বেইজিং ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালের শেষে চীনের জনসংখ্যা প্রায় ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছিল। আগের বছরের তুলনায় যা আট লাখ ৫০ হাজার কম ছিল।
প্রতিবেদনে আরো বলা হয়, ওই সময় জন্ম নিয়েছে নয় দশমিক ৫৬ মিলিয়ন শিশু। আর মারা গেছে ১০ দশমিক ৪১ মিলিয়ন মানুষ।
এছাড়া নারীদের তুলনায় সংখ্যায় বেশি পুরুষরা। নারীদের সংখ্যা ৬৮৯.৬৯ মিলিয়ন আর পুরুষদের ৭২২.০৬ মিলিয়ন পুরুষ।
নতুন পরিসংখ্যান থেকে দেখা যায়, ১৯৬১ সালের পর প্রথম জনসংখ্যার পতন হয়েয়ে চীনে। সে সময় দেশটি সবচেয়ে খারাপ দুর্ভিক্ষের সাথে লড়াই করেছিল। মাও সেতুং’য়ের বিপর্যয়কর কৃষি নীতির কারণে যা ‘গ্রেট লিপ ফরওয়ার্ড’ নামে পরিচিত।
দীর্ঘ সময় ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল চীন। তবে এই পতনের ফলে ভারত সেই স্থানটি দখল করে নেবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : আল-জাজিরা