রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘কিরগিজস্তানকে আমাদের গভীর উদ্বেগ জানিয়েছি, কোনো বাংলাদেশী শিক্ষার্থী গুরুতর আহত হয়নি’ কালশীতে পুলিশ বক্সে আগুন অটোরিকশা চালকদের স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’
কুমিল্লা ছেড়ে গেলেন তিন বিদেশি ক্রিকেটার

কুমিল্লা ছেড়ে গেলেন তিন বিদেশি ক্রিকেটার

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিদেশি তারকা না থাকা নিয়ে সমালোচনা ছিল শুরু থেকেই। এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিলেন বেশ কয়েকজন বড় তারকা। বিপিএলের দুই ম্যাচ খেলেই দল ছাড়ছেন ডেভিড মালান, ফজল হক ফারুকি ও মোহাম্মদ নবি।

১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। অভিষেক আসরেই বিশ্বের নামি দামি ক্রিকেটার ভিড়িয়েছে দুবাই ভিত্তিক টুর্নামেন্টটি। এখানে খেলতেই বিপিএল ছেড়ে যাচ্ছেন তিন তারকা। কুমিল্লার হয়ে প্রথম দুই ম্যাচ খেলা ইংলিশ ব্যাটার ডেভিড মালান ও আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি খেলবেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। আইএলটি-২০তে বাঁহাতি পেসার ফজল হক ফারুকি খেলবেন এমআই এমিরেটসের জার্সিতে।

advertisement

১৪ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালান-নবি ও ফারুকি। শেখ জায়দে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়র্স মাঠে নামবে।

advertisement 4

কুমিল্লার জার্সিতে বিপিএলে খেলা দুই ম্যাচে ফারুকির উইকেট একটি। মালান ব্যাট হাতে করেছেন দুই ম্যাচে ৫৪ রান। সমান ম্যাচে নবি বল হাতে নেনে ২ উইকেট, ব্যাট হাতে করেছেন ১৩ রান। তাদের জায়গায় কুমিল্লা শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে হাসান আলী ও চাডউইক ওয়াল্টনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877