রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
উদ্বোধনী ম্যাচে হাসলেন মাশরাফী, হারলো চট্টগ্রাম

উদ্বোধনী ম্যাচে হাসলেন মাশরাফী, হারলো চট্টগ্রাম

স্বদেশ ডেস্ক:

বিপিএলের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে আজ ৮ উইকেটে হারিয়ে আসরে শুভসূচনা করছে দলটি।

প্রথমে বল হাতে বন্দরনগরীর দলটিকে মাত্র ৮৯ রানে আটকে ফেলেসিলেট স্ট্রাইকার্স। পরে ব্যাট হাতে ৮ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে মাশরাফী বাহিনী। সিলেটের হয়ে মাত্র ১৪ রানে ৪ উইকেট শিকার করেন রেজাউর রহমান রাজা।

গত আসরে রেজাউর রহমান রাজা খেলেছিলেন চট্টগ্রামের হয়েই। তবে এবার আর তাকে দলে রাখেনি চট্টগ্রাম। এই আসরে রাজাকে দলে ভেড়ায় সিলেট স্ট্রাইকার্স। আসরের প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেয়ে সাবেক দলকে আফসোসেই ফেলে দিলেন রাজা। রাজার বোলিং তোপেই ভেঙে গেছে চট্টগ্রামের ইনিংসের মেরুদণ্ড। চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম, উসমান খান, উন্মুক্ত চাঁদ ও নিহাদুজ্জামান শিকার তার বলে।

অবশ্য চট্টগ্রামকে কোণঠাসা করার শুরুটা হয় মোহাম্মদ আমিরের হাত ধরে। ওপেনার দরবেশ রাসুলিকে ফেরান তিনি। এর আগে আরেক ওপেনার মেহেদী মারুফ আউট হন রান আউটের শিকার হয়ে। এরপরই শুরু হয় রাজার ঝলক। মাঝে কলিন অ্যাকারম্যান ফেরান আলামিন জুনিয়রকে। আমির ফিরিয়েছেন ইনিংস সর্বোচ্চ ২৫ রান করা আফিফ হোসেনকে। শেষ দিকে এসে মৃতুঞ্জয়কে নিজের শিকারে পরিণত করেন মাশরাফী।

আফিফের ২৩ বলে ২৫ রানের ইনিংস বাদে আর কোনো ব্যাটসম্যান ২০-এর ঘর পাড়ি দিতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ করেন আলামিন জুনিয়র। তাছাড়া মেহেদী মারুফ ১১(১৪), রাসুলি ৩(৯), শুভাগত ১(৭), উসমান খান ২(৪), উন্মুক্ত চাঁদ ৫(১০), মৃত্যুঞ্জয় ৩(৪) ও নিহাদুজ্জামান করে ৮(১৫) রান। ফলে মাত্র ৮৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস।

৯০ রানের লক্ষ্যে সিলেটের হয়ে ইনিংস উদ্বোধন করেন নাজমুল হোসেন শান্ত ও কলিন অ্যাকারম্যান। অ্যাকারম্যান ১ রান করে ফিরলেও জাকির হাসানকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান শান্ত। দু’জনের ৪৯ বলে ৬৩ রানের জুটি যতক্ষণে ভাঙে ততক্ষণে সিলেট জয় থেকে মাত্র ১৫ রান দূরে। জাকির হাসান আউট হন ২১ বলে ২৭ রান করে। তবে বাকি পথটুক মুশফিককে সাথে নিয়ে স্বাচ্ছন্দ্যে পার করেন শান্ত। শেষ পর্যন্ত ৪১ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন শান্ত। এছাড়া ৬ রানে অপরাজিত ছিলেন মুশফিক।

চট্টগ্রামের হয়ে একটি উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী, অন্যটি মালিন্দা পুস্পকুমারার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877