শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

নতুন বছরে টুইটারের নতুন ফিচার

নতুন বছরে টুইটারের নতুন ফিচার

স্বদেশ ডেস্ক:

নতুন বছরের প্রথমদিন থেকেই  টুইটার ব্যবহারকারীরা পাচ্ছেন ‘নেভিগেশন’ নামের নতুন একটি ফিচার। টুইটারে অভিজ্ঞতাকে আরও সুন্দর করার জন্য নতুন ফিচারটি আনা হয়েছে বলে জানান টুইটার মালিক ইলন মাস্ক। এ ফলে টুইটারে নিজের পছন্দ ও বর্তমান ট্রেন্ড-টপিক সম্পর্কে জানতে পারবেন। টুইটারের হোম পেজের একদম ওপরের ডানদিকের কোণায় একটি ‘তারা’ চিহ্ন দেখা যাবে। সেটা স্পর্শ করলেই পাল্টে যাবে ট্রেন্ড-টপিক ইত্যাদি। শুধু তাই নয়, আবার সহজেই ব্যবহারকারীরা ফিরে আসতে পারবেন পুরনো পছন্দেও। মাস্ক আরও জানিয়েছেন, টুইটারের প্রস্তাবিত টুইট ও বিষয়গুলিকে আরও উন্নত করা হবে। কয়েকদিন আগেই টুইটার নতুন আরও একটি ফিচার এনেছে। এতে ব্যবহারকারীরা তাদের টুইট কতজন দেখেছেন, তা দেখতে পারবেন। পাশাপাশি টুইটারে ফিরে এসেছে ব্লু সাবস্ক্রিপশনও।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877