স্বদেশ ডেস্ক:
বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, আসরটি নিয়ে ততই বিতর্ক উঠছে। তবে আয়োজক দেশ তাদের প্রস্তুতির কোনো কমতি রাখছে না। কিন্তু এরই মাঝে নতুন সংকট দেখা দিয়েছে। বিশ্বকাপ চলাকালীন কাতারে জঙ্গি হামলার ছক কষছে ইসলামিক স্টেট (আইএস)-এর সমর্থকেরা। এমনটিই জানিয়েছেন স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা।
খবরে বলা হয়, কিছু আইএস সমর্থক মোবাইল অ্যাপ ‘টেলিগ্রাম’-এর মাধ্যমে সন্ত্রাসের এই ডাক দিয়েছে। তারা আসরটি চলাকালীন জঙ্গি হামলার কথা বলেছে। জানা যায়, বিশ্বকাপের সময় এই গোষ্ঠীর লক্ষ্য হল, যারা আইএস-এর বিরোধিতা করে এসেছে। যেমন, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স। শুধু সে সব দেশের ফুটবলারদের ওপর আক্রমণ করা হবে। এমনকি সেসব দেশ থেকে যেসব দর্শক বিশ্বকাপ দেখতে এসেছেন, তাদের ওপরও হামলা করা হবে।