শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন

টেম্বা বাভুমাকে ‘ঘরের হাতি’ বললেন টম মুডি

টেম্বা বাভুমাকে ‘ঘরের হাতি’ বললেন টম মুডি

স্বদেশ ডেস্ক:

সেমিফাইনালের খুব কাছে গিয়েও নেদারল্যান্ডসের কাছে হেরে আর পা রাখা হয়নি সেমিফাইনালে। আরো একবার স্বপ্ন ভঙ্গের বেদনা বুকে চেপে দেশের বিমান ধরতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। অথচ শক্তির বিচারে দক্ষিণ আফ্রিকা ছিল এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার। তবে ‘পঁচা শামুকে পা কেটে’ সুপার টুয়েলভ পর্ব থেকেই বাদ পড়েছে প্রোটিয়ারা।

দলের এমন ব্যর্থতায় সম্পূর্ণ দায় উঠছে অধিনায়ক টেম্বা বাভুমার কাঁধে। পুরো আসর জুড়েই সতীর্থদের তুলনায় বিপরীতমুখী ছিল তার পারফরম্যান্স। ৫ ম্যাচে রান করেছেন ৭০। গড় ১৭.৫০, স্ট্রাইকরেট ১১২.৯০। যেখানে এক ম্যাচেই করেছেন ৩৬ রান। এই যখন অবস্থা তখন বাভুমার সমালোচনা হওয়াটাই অস্বাভাবিক কিছু নয়।

তবে এবার এক পা এগিয়ে গেলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও বিশ্ব ক্রিকেটের পরিচিত টম মুডি। অধিনায়ক টেম্বা বাভুমাকে দক্ষিণ আফ্রিকার জন্য ‘ঘরে থাকা হাতি’ বলে অবিহিত করেছেন মুডি।

ইএসপিএন ক্রিকইনফোর টি-টোয়েন্টি টাইম আউট শো-তে মুডি বলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই টেম্বা বাভুমা হলো দক্ষিণ আফ্রিকার ‘ঘরের হাতি’। বেঞ্চে বসে থাকা আরো ভালো খেলোয়াড় আছে যাদের এখন সুযোগ পাওয়া উচিত ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877