রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট আবারো সচল

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট আবারো সচল

স্বদেশ ডেস্ক:

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটটিতে আবারো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল বুধবার রাত ১০টায় এটি পুরোদমে উৎপাদন শুরু করে। এর আগে সকালে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে বিকেল ৩টায় চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক।

তিনি জানান, গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সাত দিন পর যান্ত্রিক সমস্যার সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়। কিন্তু চালু হওয়ার দুই দিনের মাথায় ইউনিটটির বেয়ারিং ভেঙে গিয়ে আবারো বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন। এরপর গত নয় দিন ধরে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে গতকাল রাত থেকে ইউনিটটি পুরোদমে উৎপাদন শুরু করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877