স্বদেশ ডেস্ক:
সরকারি বাসভবন বাকিংহাম প্রাসাদ থেকে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শবাধার ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হয়েছে। আগামী সোমবার রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া না হওয়া পর্যন্ত সেখানেই রানির কফিন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে। সেই কফিনের আশেপাশে নিরাপত্তার দায়িত্বে আছেন রয়্যাল রক্ষীরা। কিন্তু এরমধ্যে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। এতে উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, রানির কফিনের পাহারার দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী মঞ্চ থেকে হুট করে অজ্ঞান হয়ে পড়ে গেছেন।
এছাড়া হলের ভেতরে ঢোকার জন্য বিমানবন্দরের মত কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভেতরে কী কী নিয়ে ঢোকা যাবে বা কী নেয়া যাবে না সে বিষয়ে কঠোর নির্দেশ আছে।
ভেতরে ছবি তোলা যাবে না, শৃঙ্খলাবদ্ধভাবে কীভাবে কফিনের পাশ দিয়ে হেঁটে যেতে হবে তার নিয়মকানুন জানিয়ে দেওয়া হয়েছে।
বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার স্বেচ্ছাসেবীরা ভিড় সামলাতে পুলিশকে সাহায্য করছেন। পাশাপাশি লাইনে দাঁড়ানো মানুষকেও তারা নানাভাবে সাহায্য করছেন।