মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

অবকাশ যাপন শেষ হচ্ছেনা নিক-প্রিয়াঙ্কার……!

অবকাশ যাপন শেষ হচ্ছেনা নিক-প্রিয়াঙ্কার……!

বিনোদন ডেস্ক: বিয়ের পর থেকেই অন্য রকম এক সময় পার করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাস। বিয়ের কয়েকদিন পরেই সুইজারল্যান্ডে ও ক্যারিবিয়ান দ্বীপে উড়াল দেন মিস্টার ও তার মিসেস জোনাস। মধু চন্দ্রিমার পরও যেন শেষ হয় না তাদের অবকাশ যাপন। দেশ-বিদেশে ভ্রমণ, বিভিন্ন উৎসবে যোগ দেয়াÑ সব মিলিয়ে দুরন্ত সময় কাটছে এই দম্পতির। আর কয়েক দিন পরপরই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন দারুণ মুহূর্তের কিছু স্থিরচিত্র। তবে এবার অন্যতম সেরা ছবিগুলোই প্রকাশ করলেন। তবে ভক্তের তৃষ্ণা মিটবার নয়। পিসির ঝুলি শূন্য না হওয়া পর্যন্ত অপেক্ষা থাকবেই।

ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার হৃদয়’। হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন নিক। নিকের মা ডেনিস জোনাস মন্তব্য করেছেন, ‘আমার প্রিয়’। মার্কিন মডেল-অভিনেত্রী প্যারিস হিলটন আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যা হোক, দীর্ঘদিন পর ‘দ্য স্কাই ইজ পিংক’ দিয়ে বলিউডি সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভক্তদের আর তর সইছে না। এরই মধ্যে প্রিয়াঙ্কার ফার্স্ট লুক ফাঁস হয়েছে। নিজের অংশের শুটিং শেষ করেছেন কোয়ান্টিকো তারকা। এর আগে প্রতিবেদনে বলা হয়েছিল, এ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়াকে চারটি ভিন্ন লুকে দেখা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877