বিনোদন ডেস্ক: ২১ বছর বয়সী বিদিশা ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। ছোটবেলা থেকেই তিনি কানে শুনতে পান না। কথাও বলতে পারেন না ঠিকভাবে। তবে বিদিশার স্বপ্নগুলো ছোট ছিল না। স্বপ্ন দেখতেন এক দিন মিস ওয়ার্ল্ড হবেন। মেয়ের উৎসাহ দেখে তার বাবা বিদিশাকে নাচ, গান ও টেনিসে ভর্তি করেন। এটা ছিল তার স্বপ্নপূরণের প্রথম পদক্ষেপ। বিদিশাই প্রথম আন্তর্জাতিক স্তরের টেনিস প্রতিযোগিতায় (ডিফ অলিম্পিক) ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এরপর গুরুগ্রাম ও নয়ডায় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। সেখান থেকে জয়ী হয়ে ‘মিস ডিফ ওয়ার্ল্ড ২০১৯’ প্রতিযোগিতায় যান। গত ২২ জুলাই দক্ষিণ আফ্রিকার মোম্বেলা শহরে মূল পর্বে আরও ১১ জন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তুখোড় লড়াইয়ের পর ‘মিস ডিফ ওয়ার্ল্ড ২০১৯’-এর মুকুট জিতে নেন বিদিশা। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে বিদিশা লিখেছেন, ‘এক দিন স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নপূরণ হলো। এত সবে শুরু। এখনো অনেক পথ চলতে হবে। সে জন্য আমি তৈরি।’