মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

কলম্বো যেতে পারে সাকিব……..!

কলম্বো যেতে পারে সাকিব……..!

স্বদেশ ডেস্ক: বিশ্বকাপের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছ থেকে লম্বা ছুটি নেন সাকিব আল হাসান। ইউরোপ-আমেরিকা ঘুরে দেশে ফিরেছেন দুদিন হয়। সাকিবের ঘরে ফেরার খবর দ্রুতই ছড়িয়ে পড়ে দেশের ক্রিকেট মহলে। বিসিবি কর্মকর্তারাও তাকে নিয়ে ভাবতে শুরু করেন। বিশ্বসেরা অলরাউন্ডারকে শ্রীলংকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দেখতে চান তারা। বিসিবির প্রধান নির্বাচক ও বোর্ড পরিচালকদের একজন এ নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। গত ২৭ জুলাই এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে কর্মকর্তারা আলোচনা চালিয়ে গেছেন। তবে সাকিব জানান, এ ব্যাপারে বোর্ড থেকে তাকে কিছু বলা হয়নি।

বিশ্বকাপটা দুর্দান্ত গেছে সাকিবের। ব্যাটে-বলে অনিন্দ পারফরম্যান্স করে বাংলাদেশ দলকে একাই টেনেছেন তিনি। শ্রীলংকা সফরেও তাকে আশা করেছিল দল। দ্বিপক্ষীয় এই সিরিজ খেলার জন্য বোর্ড থেকে তাকে অনুরোধ করা হয়েছিল বলে জানান বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। কিন্তু সাকিব তাতে রাজি হননি। শ্রীলংকা সফরের জন্য নয়, সাকিব দেশে অপেক্ষা করছেন হজ ফ্লাইট ধরার জন্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877