স্বদেশ ডেস্ক: রংপুরে পল্লী নিবাসের লিচু বাগানে এরশাদকে সমাহিত করার জন্য জায়গা সনাক্ত করে কবর খোড়ার কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা ‘আল্লাহু আকবার’ধ্বনী দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
রক্তের বিনিময়ে হলেও এরশাদের কবর রংপুরে দেয়ার হুশিয়ারি দিয়ে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, এই লিচুতলাতেই আমাদের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদকে দাফন করতে হবে। এটাই রংপুরবাসীর দাবি। এই দাবির পরেও যদি ঢাকার সেনানিবাসে পল্লীবন্ধুর লাশ দাফন করার চেষ্টা করা হয়, তবে রংপুরের মানুষের রক্তের উপর দিয়ে করতে হবে।