স্বদেশ ডেস্ক: দিন-রাত খুঁজে চলেছেন পপি। মনের মতো নাকি মিলছে না। কি বিষয় নিয়ে এত চিন্তিত তিনি? কি খুঁজছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা? পপি জানান, আগেও আমি বেশ ভালো গল্পের ছবিতে অভিনয় করেছি। ভালো নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার। এখন যেসব ছবিতে কাজের প্রস্তাব পাচ্ছি তা মোটেও আমাকে আকৃষ্ট করছে না। বিশেষ করে গল্প আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রতিনিয়ত ভালো গল্প ও চরিত্র খুঁজছি আমি। অনেকদিন ধরেই দেখা যাচ্ছে এমন গল্পের বড় অভাব ইন্ডাস্ট্রিতে।
তবে হাল ছাড়েননি পপি। ভালো কাজ নিয়েই দর্শকের সামনে ফিরতে চান তিনি। চলতি বছর তার অভিনীত বেশ কিছু ছবির কাজ শেষ হবে। এরমধ্যে রয়েছে সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’, কাজী আমিনুল ইসলামের ‘সেভ লাইফ’ ও আরিফুর জামান আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পপি দুটি ওয়েব সিরিজেও কাজ করেছেন। এগুলো হচ্ছে অনন্য মামুনের ‘ইন্দুবালা’ এবং তৌহিদ মিটুলের ‘গেম গার্ডেন’। এরইমধ্যে এ দুটি ওয়েব সিরিজ প্রকাশের পর ভালো সাড়া পেয়েছেন তিনি। দুটি ওয়েব সিরিজেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন পপি। আর সম্প্রতি শাহীন সুমনের ‘ক্যান্ডেল নাইট’ নামের টেলিছবিতে কাজ করেছেন তিনি।