বিনোদন ডেস্ক: শিরোনাম দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই। ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান এবার কোটিপতি হলেন ‘পাসওয়ার্ড’ ছবির গান দিয়ে। মাত্র ৩৬ দিনে ‘ঈদ মোবারক’ শিরোনামের গানটি এক কোটি ভিউ অতিক্রম করেছে।
এ সাফল্যে বেশ উচ্ছ্বসিত শাকিব। গতকাল রোববার তিনি তার ফেসবুক পেজে গানটি শেয়ার করে লিখেছেন, ‘এত অল্প সময়ে এত ভালোবাসা সত্যিই অমূল্য। মাত্র ৩৬ দিনে এক কোটি মানুষের ভালোবাসা পেয়েছে পাসওয়ার্ড সিনেমার ঈদ মোবারক গানটি।’
এদিকে ঈদে মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’ ছবির ‘ঈদ মোবারক’ গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর-সংগীতের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন। গানে শাকিব খান ছাড়াও পর্দায় আরও দেখা গেছে ইমন ও বুবলী। ‘পাসওয়ার্ড’ প্রযোজনা করেছেন শাকিব খান ও মো. ইকবাল। মালেক আফসারীর পরিচালনায় ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব-বুবলী।
উল্লেখ্য, গত বছর নিজের জন্মদিনে (২৮ মার্চ) ‘শাকিব খান অফিসিয়াল’ নামে ইউটিউব চ্যানেল খোলেন শাকিব খান। এটি বঙ্গবিডি থেকে প্রকাশ করা হয়। আর চলতি বছর জুন মাসে ইউটিউবারদের প্রথম স্বীকৃতি ‘সিলভার বাটন’ পেয়েছে চ্যানেলটি।