স্বদেশ ডেস্ক:
শিগগিরই জেনেভা ক্যাম্পে সকল সমস্যার সমাধান হবে বলে বিহারি সর্বদলীয় নেতাদের আশ্বাস দিয়েছেন ঢাকা-১৩ আসনের এমপি সাদেক খান।
শনিবার দুপুরে বিহারি সর্বদলীয় প্রতিনিধিরা জেনেভা ক্যাম্পে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনায় এমপি সাদেক খানের সাথে সাক্ষাত করতে গেলে তিনি এ আশ্বাস দেন।
এ সময় বিহারি নেতারা জেনেভা ক্যাম্পে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কথা জানালে সাদেক খান বলেন, বিহারিদের পুনর্বাসনের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। ৫ অক্টোবরের ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ওই ঘটনায় বেশ কিছু পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। একইভাবে বিহারিরাও নির্যাতনের শিকার হয়েছে। তৃতীয় পক্ষের উস্কানিতে ছোট বিষয়টি নিয়ে এতো বড় ঘটনা ঘটেছে।
তিনি বলেন, উস্কানি দেয়া সেই তৃতীয় পক্ষকে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনায় ক্যাম্পের নিরীহ বাসিন্দারা গ্রেফতার হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আমি নিজেই প্রশাসনের সাথে কথা বলবো।
সাক্ষাতের পর মুহাজির রিহ্যাবিলিটেশন এন্ড ডেভেলপমেন্ট মুভমেন্টের সভাপতি ওয়াসী আলম বশির সকল সংগঠন ও জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের পক্ষে এমপি সাদেক খানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এসময় বিহারিদের সর্বদলীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মোঃ সাদাকাত খান ফাক্কু, সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, মুহাজির রিহ্যাবিলিটেশন এন্ড ডেভেলপমেন্ট মুভমেন্টের সভাপতি মোঃ ওয়াসী আলম বশির, সাধারণ সম্পাদক মোঃ মাহতাব কাদেরী, মুহাজির ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ওয়াশি আহমেদ ওশি, বাংলাদেশ মুহাজির ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন, কাউন্সিল অব মাইনোরিটিজের প্রধান খালিদ হুসাইন, উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মোঃ রাজু, নুর হোসেন, নন-লোকাল রিলিফ কমিটির সাধারণ সম্পাদক এস এম শীমা কোরাইশী প্রমুখ।