মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়লো ফিলিস্তিনি পতাকা! বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে: ওবায়দুল কাদের বিষয়টি আদালতেই সুরাহার চেষ্টা করব, হাইকোর্টের নির্দেশনা নিয়ে শিক্ষামন্ত্রী গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
শক্তিশালী ফেসিয়াল ক্যামেরা তৈরি করল চীন

শক্তিশালী ফেসিয়াল ক্যামেরা তৈরি করল চীন

স্বদেশ ডেস্ক: স্টেডিয়াম ভর্তি দশ হাজার মানুষের ভেতর থেকে এক মুহূর্তের মধ্যে আপনাকে বের করে ফেলবে, এমন এক শক্তিশালী ফেসিয়াল ক্যামেরা আবিষ্কার করেছেন চীনের গবেষকরা। মানুষের চোখের চেয়ে পাঁচগুণ বেশি ক্ষমতা এই ক্যামেরার। ৫০০ মেগাপিক্সেলের এই ক্যামেরা তৈরির পেছনে আছেন ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সের অধীনে চ্যাংচুন ইনস্টিটিউট অব অপটিকসের সঙ্গে এর গবেষণা চালান তারা, তবে বিশ্বে এটিই প্রথম সবচেয়ে বেশি রেজুলেশনের ক্যামেরা নয়। মানমন্দিরে ব্যবহারের জন্য জন্য ২০১৮ সালে ৫৭০ মেগাপিক্সেলের ক্যামেরা বানান চিলির গবেষকরা। তবে মহাকাশে দূরবর্তী ছায়াপথ পর্যবেক্ষণের জন্য ওই ক্যামেরা ব্যবহার হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন আবিষ্কৃত এই ক্যামেরা নজরদারির উদ্দেশে ব্যবহার হবে। জাতীয় প্রতিরক্ষা, সামরিক এবং জননিরাপত্তায় এই ক্যামেরা কাজে লাগানো হবে।
মানুষের ওপর ব্যাপকভাবে নজরদারি চালানোর অভিযোগ চীনের বিরুদ্ধে। উইঘুর মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর ওপর নজরদারিতে ব্যবহার করা হয় ফেসিয়াল ক্যামেরাসহ উন্নত প্রযুক্তি। বর্তমান নজরদারি প্রযুক্তি এবং নেটওয়ার্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে এই ক্যামেরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877