স্বদেশ ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনালদোও গোল পেলেন। আর পর্তুগালও ইউরো ২০২০ বাছাইয়ের ম্যাচে রাতে ৪-২ ব্যবধানে হারিয়েছে সার্বিয়াকে। ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়ে স্বস্তিতে রোনালদোরা। ৩ ম্যাচে পর্তুগালের ২টি ড্র ও ১টি জয় রয়েছে। পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন। বাছাইয়ে শুরুর ২টি ম্যাচে ড্র করে তারা।
৪২ মিনিটে কারভালহো পর্তুগালকে গোল এনে দেন। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গনসালো। ৬৮ মিনিটে সার্বিয়ার মিলেনকোভিচ গোল করে বসেন। ম্যাচের ৮০ মিনিটে রোনালদো দারুণ গোল করেন। জাতীয় দলের হয়ে এটি তার ৮৯তম গোল। ৮৫ মিনিটে মিটরোভিচের গোলে সার্বিয়া ব্যবধান কমায়। স্কোরলাইন হয় ৩-২। ৮৬ মিনিটে পর্তুগালের বারনাডো সিলভা আবারও গোলমুখে সফল হন। পরে ৪-২ এ শেষ হয় খেলাটি।
এদিকে রাতে অপর ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ৪-১ গোলে আলবেনিয়াকে হারিয়েছে। ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন কিংসলে কোম্যান। জিরু ও নানিটামো একটি করে গোল করেন।