বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

উগান্ডায় তেলবাহী ট্যাঙ্কারে আগুন, নিহত ২০

উগান্ডায় তেলবাহী ট্যাঙ্কারে আগুন, নিহত ২০

স্বদেশ ডেস্ক:

আফ্রিকার দেশ উগান্ডায় তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন। গতকাল সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রুবরিজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিএনএন, আলজাজিরা, এএনআইসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, কেনিয়া থেকে কঙ্গোতে যাচ্ছিল তেলবাহী ট্রাকটি। পথে কিয়াম্বুরা বাণিজ্যিক এলাকায় নিয়ন্ত্রণ হারান ট্রাকচালক। এসময় আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে গিয়ে বিস্ফোরণ ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী বিভিন্ন দোকানে। পুড়ে যায় ওই পথ দিয়ে যাওয়া বেশ কিছু মোটরসাইকেল আর অন্যান্য যানবাহন। এসময় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে।

উদ্ধারকারী দলের এক মুখপাত্র বলেন, এ ঘটনায় দুটি গাড়ি ছাড়াও আশপাশের দোকানপাট ও একটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় হতাহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। তাছাড়া হতাহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর কিছুদিন আগেই আফ্রিকার আরেক দেশ তানজানিয়ায় পেট্রোলের ট্যাঙ্কার বিস্ফোরিত হয়ে মৃত্যু হয় প্রায় ৯০ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877