মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

ঢাবির অধীন ৭ কলেজের দুই অনুষদের ভর্তিযুদ্ধ আজ

ঢাবির অধীন ৭ কলেজের দুই অনুষদের ভর্তিযুদ্ধ আজ

স্বদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীতে আজ শুক্রবার বেলা ১১টায় এ পরীক্ষা শুরু হবে।

ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির জানান, রাজধানীর ১২টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা নেয়া হবে।

কেন্দ্রগুলো হলো – ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

গত শুক্রবার (১২ আগস্ট) বিজ্ঞান ইউনিটের পরীক্ষা নেয়ার মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষে সাত কলেজের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। আগামী ২৬ আগস্ট বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877