স্বদেশ ডেস্ক:
ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে নিহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমকে হত্যার অভিযোগে ৩৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী ইসরাত বেগম।
আজ বৃহস্পতিবার ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে তিনি মামলা দায়ের করেন।
আদালত আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে হত্যা মামলার সকল আলামত এবং নথিপত্র আদালতে জমা দেয়ার নির্দেশ দেন।
মামলায় ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) আরমানকে প্রধান করে ৩৬ জন এবং ১৮/২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।