মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

মদিনায় আরো এক বাংলাদেশী হাজির মৃত্যু

মদিনায় আরো এক বাংলাদেশী হাজির মৃত্যু

স্বদেশ ডেস্ক;

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে মোঃ আবু তালেব মোল্লা (৫৬) নামে আরো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩০ জুলাই মদিনা আল-মুনাওয়ারায় মারা যান। আবু তালেব মোল্লার বাড়ি মেহেরপুর সদরের কুতুবপুর গ্রামে। তার পাসপোর্ট নম্বর EA0749782।

রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে এবারের হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে ২৫ জন বাংলাদেশীর মৃত্যু হলো। তাদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী ৭ জন। মক্কায় ১৯, মদিনায় ৪ ও জেদ্দায় ২ জন মারা যান।

অন্যদিকে রোববার পর্যন্ত হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৯ হাজার ৭০ জন হাজি।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত গত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877