স্বদেশ ডেস্ক:
ঈদের দিনেও রাজধানীতে ৮৪২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঢাকার বাইরে আছেন এক হাজার ২৫১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
কন্ট্রোল রুম জানিয়েছে, আজ সোমবার সকল সরকারি হাসপাতালে ডেঙ্গুসহ সকল প্রকারের স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের পর্যবেক্ষক দল বিভিন্ন হাসপাতালে কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে কিনা, তা নিয়মিত তদারকি করছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা দুই হাজার ৯৩ জন। রাজধানীতে নতুন ভর্তির হার কমেছে শতকরা ১৪ শতাংশ। শতকরা ৮ শতাংশ নতুন রোগী ভর্তির হার কমেছে ঢাকার বাইরে।
কন্ট্রোল রুম আরও জানিয়েছে, ঢাকা মহানগরীতে বর্তমানে রোগী ভর্তি আছেন চার হাজার ২০২ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন তিন হাজার ৮০৪ জন। আগের দিনের তুলনায় ঢাকা ও ঢাকার বাইরে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা যথাক্রমে ১০ ও সাত শতাংশ কমেছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, গত এক সপ্তাহে নতুন ভর্তি হওয়া রোগী এবং ছাড়পত্র নেওয়া রোগীর আনুপাতিক হার যথাক্রমে ৫১ এবং ৪৯ শতাংশ।
রাজধানী ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ৮ আগস্ট ঢাকার ভেতরে রোগী ছিল এক হাজার ১৫৯ আর ঢাকার বাইরে এক হাজার ১৬৭ জন, ৯ আগস্ট ঢাকার ভেতরে রোগী ছিল ৯৫৭ জন আর ঢাকার বাইরে রোগী ছিল এক হাজার ৫৫ জন, ১০ আগস্ট ঢাকার ভেতরে রোগী ছিল এক হাজার ৬৫ জন আর ঢাকার বাইরে রোগী ছিল এক হাজার ১১১ জন, ১১ আগস্ট ঢাকার ভেতরে রোগী ছিল ৯৮১ জন আর ঢাকার বাইরে ছিল এক হাজার ৩৫৩ জন এবং আজ ( ১২ আগস্ট) ঢাকার ভেতরে রোগী আছেন ৮৪২ জন আর ঢাকার বাইরে আছেন এক হাজার ২৫১ জন।
গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৬ হাজার ২৫৩ জন আর ১২ আগস্ট পর্যন্ত রোগীর সংখ্যা হয়েছে ২৪ হাজার ৮১০। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগে মারা গেছেন মোট ৪০ জন বলে জানায় কন্ট্রোল রুম। যদিও বেসরকারি হিসাবে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।