শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

তাপদাহে স্পেনে ৫০০ লোকের মৃত্যু

তাপদাহে স্পেনে ৫০০ লোকের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

স্পেনে তাপদাহে গত ১০ দিনে অন্তত ৫০০ লোক মারা গেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। অবশ্য, তাপদাহ কেবল স্পেনে নয়, ইউরোপের অনেক দেশেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এই তাপদাহের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে বলেন, এটি এখন কথার কথা নয়, বাস্তবতা।

তিনি লোকজনকে ‘চরম সতর্কতা’ অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের জারাগোজা অঞ্চল তাপদাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সেখানকার গাছপালা পর্যন্ত পুড়ে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘চলতি তাপদাহে পরিসংখ্যাগতভাবে ৫০০-এর বেশি লোক মারা গেছে। তাপমাত্রা খুবই বেশি।’
স্পেনের কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। এর জের ধরে অনেক এলাকায় আগুন লেগে যাচ্ছে।

সূত্র : আলজাজিরা, পোস্টিডিয়া

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877