স্বদেশ ডেস্ক:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দু’জনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার ভাষানচর লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ভাষানচর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ সুফি শামীম ও তার ভগ্নিপতি নাসির খান। শামীম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নাসির সাংগঠনিক সম্পাদক।
আহত ইউপি সদস্যর ভাই মোঃ রাকিব জানান, শামীমকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে এবং নাসির বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুবাইর বলেন, গত পাঁচ বছর একই এলাকার আনিস কুঠিয়াল ও জাফর কাজী পক্ষের সঙ্গে ইউপি সদস্য শাহ সুফি শামীম পক্ষের বিরোধ রয়েছে। এর জেরে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
রাকিবের অভিযোগ, প্রতিপক্ষ আনিস, জাফর, মন্টুসহ ১০ থেকে ১২ জন রামদা, দাসহ লাঠিসোটা নিয়ে বুধবার সন্ধ্যার দিকে ভাষানচর লঞ্চ ঘাটে এসে হামলা করে। তারা এলোপাথাড়িভাবে কুপিয়ে শামীম ও নাসিরকে জখম করে।
সূত্র : ইউএনবি