স্বদেশ ডেস্ক:
পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে পৃথকভাবে আর টোল দিতে হবে না বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)। শুধু ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ে ব্যবহার করলে সেজন্য টোল দিতে হবে। আগামী ১ জুলাই থেকে এ ব্যবস্থা কার্যকর হবে।
বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সওজ ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন।
প্রকৌশলী সবুজ উদ্দিন বলেন, ম্যানুয়ালি টোল আদায়ের কারণে সবসময় টোলপ্লাজায় গেটে জটলা লেগে থাকতো পোস্তগোলা ব্রিজে। এখন নতুন করে এক্সপ্রেসওয়ের টোল নেয়া হচ্ছে। এ কারণে এ রুটের অন্যান্য সেতুতে আর টোল থাকবে না।
সবুজ উদ্দিন আরো বলেন, ১ জুলাই থেকে পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতেও টোল দিতে হবে না। শুধু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল দিতে হবে। এ ৫৫ কিলোমিটার সড়কে চলাচলের জন্য ট্রাকে সাড়ে পাঁচ শ’, প্রাইভেটকারে ১৩৭ টাকা ও বাসের জন্য ৪৯৫ টাকা নেবে সড়ক বিভাগ।