রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে হারালেন জামায়াত নেতা

ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে হারালেন জামায়াত নেতা

স্বদেশ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মো. বেনাউল ইসলামকে বিপুল ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা মো. সেফাউল মুলক। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৬ হাজার ৫৯১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের মো. বেনাউল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৮ হাজার ৪৮৪টি।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা আনন্দ, উৎসাহ আর উদ্দীপনা নিয়ে ভোট দেন। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় এখানকার ভোটাররা বেশ খুশি। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাসিনুর রহমান জানান, কানসাট ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে ১৬ হাজার ৫৯১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে মো. সেফাউল মুলক নির্বাচিত হয়েছেন। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৪৮৪ ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877