রবিবার, ০২ Jun ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন

এবার জাপানি মুদ্রার দরপতন, ২৪ বছরের মধ্যে সর্বনিম্ন

এবার জাপানি মুদ্রার দরপতন, ২৪ বছরের মধ্যে সর্বনিম্ন

স্বদেশ ডেস্ক:

জাপানি মুদ্রা ইয়েনের ব্যাপক দরপতন ঘটেছে। সোমবার দিনের শুরুতে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ব্যাপকভাবে পড়ে যায়।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, প্রতি ডলারের বিপরীতে ১৩৫.২২ ইয়েন দরপতন ঘটেছে। ১৯৯৮ সালের অক্টোবর মাসের পর এই প্রথম জাপানি মুদ্রার এত বেশি দরপতন ঘটলো।

এছাড়া জাপানের শেয়ার বাজার নিক্কির মূল্যসূচকেও বড় পতন লক্ষ্য করা গেছে। আজ সকালে লেনদেনের শুরুতেই ৩.০৫ ভাগ দরপতন ঘটেছে। এতে মূল্যসূচক কমে ২৬,৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর বিভিন্ন দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে।

বিশ্লেষকরা বলছেন, মুদ্রানীতি কঠোর না করার কারণে জাপানি মুদ্রার এই দরপতন ঘটল। যখন মার্কিন ফেডারেল রিজার্ভসহ বহু দেশের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যাংকের সুদের হার বাড়াচ্ছে, জাপান তখন এ ব্যাপারে একেবারেই উদাসীন রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর বিশ্বের বহু দেশে অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে, বিশেষ করে যেসব দেশ রুশ-বিরোধী নিষেধাজ্ঞায় শামিল হয়েছে সেসব দেশে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি বেড়েছে। আমেরিকা, ব্রিটেন থেকে শুরু করে ইউরোপের প্রায় সব দেশ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে।

সূত্র : পার্সটুডে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877