স্বদেশ ডেস্ক:
মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ১১ জুন মোঃ জাহাঙ্গীর কবির (৫৯) নামের ওই হজযাত্রী মক্কায় মারা যান। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
জাহাঙ্গীর কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে,এবারের হজ মৌসুমে তিনিই প্রথম বাংলাদেশী, যিনি সৌদি আরবে গিয়ে মারা গেলেন। জাহাঙ্গীর কবিরের পাসপোর্ট নম্বর ‘A 01012228’।
উল্লেখ্য, গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। গতকাল রোববার পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজ করতে সৌদি আরবে গেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে।