শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে, দ্বিগুণ হবে সদস্য

পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে, দ্বিগুণ হবে সদস্য

স্বদেশ ডেস্ক:

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা। গ্রুপ চ্যাটে আসছে এই পরিবর্তন।এবার গ্রুপ চ্যাটে একসঙ্গে ৫১২ জন অংশ নিতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হোয়াটস অ্যাপের এই সুবিধা পাওয়া যাবে সব অ্যানড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে। তবে হোয়াটস অ্যাপের অন্যতম প্রতিদ্বন্দ্বী টেলিগ্রামের তুলনায় এই সংখ্যাটি অনেক কম।

জানা যায়, শুরুর দিকে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে একসঙ্গে ৫০ জন অংশ নিতে পারতেন। ২০১৪ সালের নভেম্বরে সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করে কর্তৃপক্ষ। এর ঠিক দেড় বছর পর ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এক ধাক্কায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫৬ জনে। ছয় বছর পর গ্রুপ চ্যাটে অংশ নেওয়ার সদস্য বেড়ে হচ্ছে ৫১২ জনে।

এদিকে হোয়াটস অ্যাপের এই নতুন পরিবর্তনে খুশি অনেকে ব্যবহারকারীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877