বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৫৭

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৫৭

স্বদেশ ডেস্ক:

ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকার রোববার জানিয়েছে, শতাধিক মানুষ নিখোঁজ কিংবা মারা গেছে বলে তারা নিশ্চিত হতে পেরেছে। খবর দ্য আইল্যান্ডার অনলাইনের।

জরুরি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ফেডারেল সিভিল ডিফেন্স সার্ভিসের এক টুইটে বলা হয়েছে, রোববার বিকেল পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে ৫৬ জন এবং প্রতিবেশী রাজ্য আলাগোয়াসে আরও একজন মারা গেছেন। পারনামবুকোতে আরও ৫৬ জন নিখোঁজ রয়েছেন।

ফেডারেল সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, এ দুটি রাজ্যের মধ্যে সরকার-নির্ধারিত ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছেছে ছয় হাজারের বেশি মানুষ। এ ছাড়া আরও প্রায় সাত হাজারের বেশি মানুষ বন্ধু বা আত্মীয়দের সঙ্গে  অবস্থান করছেন।

এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো এক টুইট বার্তায় সোমবার সকালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পারনামবুকোর রাজধানী রেসিফে পৌঁছানোর কথা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে তাদের সরকার সশস্ত্র বাহিনীসহ সব উপায় ব্যবহার করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877