স্বদেশ ডেস্ক:
সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মারা গেছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খবরটি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, এর আগে গৌতম চক্রবর্তী রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গৌতম চক্রবর্তী মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল তার মরদেহের শেষকৃত্য সম্পন্ন হবে।
গৌতম চক্রবর্তীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ আরও অনেকে।
এ দিকে গৌতম চক্রবর্তীর মৃত্যুর খবর পেয়ে এভার কেয়ার হাসপাতালে ছুটে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।