শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

বরগুনায় জুমার নামাজরত মুসল্লির ইন্তেকাল

বরগুনায় জুমার নামাজরত মুসল্লির ইন্তেকাল

স্বদেশ ডেস্ক;

বরগুনার তালতলীতে জুমার নামাজ পড়া অবস্থায় মো: ওয়াহেদ মিয়া (৭০) নামে এক মুসল্লি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার উপজেলার মার্কাজ জামে মসজিদে জুমার নামাজের সময় মারা যান তিনি।

ওয়াহেদ মিয়া উপজেলার সুন্দারিয়া এলাকার বাসিন্দা।

মসজিদের মুসল্লিরা জানান, ওই মসজিদের নিয়মিত মুসল্লি মো: ওয়াহেদ মিয়া জুমার নামাজ পড়তে মসজিদে আসেন। ওজু করে মসজিদের মধ্যে নামাজ পড়া শেষ করে আর উঠতে পারেননি। হঠাৎ তিনি বুকে ও পেটে ব্যথা অনুভব করে জায়নামাজে শুয়ে পড়েন। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে ধরে ঠিকমত জায়নামাজে শোয়ালে তিনি সেখানেই মারা যান। পরে তার আত্মীয়-স্বজন এসে গ্রামের বাড়ি উপজেলার সুন্দারিয়া গ্রামে নিয়ে যান।

মসজিদের মুসল্লি ও ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু বলেন, জুমার নামাজের মধ্য সে অসুস্থতা বোধ করলে নামাজ শেষ হওয়ার পরপরই আমরা তাকে ধরে জায়নামাজে শুইয়ে দেই। এ সময় সেখানেই তিনি মারা যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877