স্বদেশ ডেস্ক:
চলছে জ্ঞানবাপী মসজিদ নিয়ে আইনি মামলার টানাপড়েন। এরই ভেতর বিতর্কে জড়াল বেঙ্গালুরুর একটি বেসরকারি স্কুল। গুগল মানচিত্রে জ্ঞানবাপীকে মসজিদের পরিবর্তে মন্দির বলে উল্লেখ করার জন্য সব সাবেক ছাত্রদের নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
শুক্রবার সব সাবেক শিক্ষার্থীকে এই নির্দেশনা জানিয়ে ই-মেইল করেছে বেঙ্গালুরুর নিউ হরাইজন পাবলিক স্কুল কর্তৃপক্ষ।
তাতে তারা লিখেছে, ‘প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে, গুগ্ল মানচিত্রে গিয়ে জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে জ্ঞানবাপী মন্দির হিসাবে আপডেট করুন। আপনাদের কাছে এই আর্জি জানানো হচ্ছে। যতক্ষণ না গুগ্ল (মানচিত্রে) এ পরিবর্তন করে, ততক্ষণ পর্যন্ত আমাদের হিন্দু ভাই এবং বোনদেরও এমনটা করার জন্য বলুন।’
কোন পদ্ধতিতে গুগ্ল মানচিত্রে এ পরিবর্তন করতে হবে, তার নির্দেশিকাও ওই ই-মেইলে জানানো হয়েছে।
স্কুল কর্তৃপক্ষের এ নির্দেশে বহু সাবেক ছাত্রই হতবাক হয়েছে। ওই সংবাদমাধ্যমের কাছে তাদের অভিযোগ, সাম্প্রতিক অতীতে প্রকাশ্যেই যে রাজনৈতিক এবং আদর্শগত অবস্থান নিয়েছে স্কুল কর্তৃপক্ষ, এটা তারই জ্বলন্ত দৃষ্টান্ত।
সূত্র : আনন্দবাজার