শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত ৫ লাখ ৬৪ হাজার, মারা গেছেন ১৪২৯

করোনায় আক্রান্ত ৫ লাখ ৬৪ হাজার, মারা গেছেন ১৪২৯

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৬৪ হাজার ২২৮ জন। মারা গেছেন এক হাজার ৪২৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ এক হাজার ৮২১ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ১০৬ জন।
আর সুস্থ মানুষের সংখ্যা ৪৯ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৩৭৯ জন।

এর আগে রোববার করোনায় আক্রান্ত হয়েছিল আরো সাত লাখ ৮৩ হাজার ২০৯ জন। মারা গিয়েছিল এক হাজার ১৭ জন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় লাখ ৯৮ হাজার ১৪৯ জন মানুষ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৫১ লাখ ১৩ হাজার ৯৬২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ২৯ হাজার ১২১ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৪০ হাজার ৬৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৪৯০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৮০ লাখ তিন হাজার ৯৯৫ জন। ছয় লাখ ৬৫ হাজার ৭২৭ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877