রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
সাদা পোশাকে সাকিবের ১৫ বছর

সাদা পোশাকে সাকিবের ১৫ বছর

স্পোর্টস ডেস্ক:

দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে ১৫ বছর পার করে ফেলেছেন সাকিব আল হাসান। ২০০৭ সালের ১৮ মে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল এই তারকার। এরপর সাকিবকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টটি সাকিবের ক্যারিয়ারের ৬০তম ম্যাচ। এর আগে ৫৯টি টেস্ট খেলে তিনি ৩৯.৫০ গড়ে ৪০২৯ রান করেছেন। যেখানে ৫টি সেঞ্চুরি ও ২৬টি হাফসেঞ্চুরি রয়েছে। বাঁহাতি স্পিনে আরও সফল সাকিব। ৩১.৩০ গড়ে নিয়েছেন ২১৫টি উইকেট।

মাঝে অবশ্য বেশ কয়েকটি টেস্ট খেলেননি সাকিব। ব্যক্তিগত কাজে বিরতি নিয়েছিলেন। এছাড়া ইনজুরি বা চোটের কারণেও অনেক টেস্ট খেলা হয়নি। না হলে ক্যারিয়ার অরও সমৃদ্ধ হতো তার।

যদিও অন্য দুই ফরম্যাটের মতো টেস্ট ক্রিকেটেও বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা পেয়েছেন সাকিব। এমনকি এক সময় তিন ফরম্যাটে একইসঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877