স্বদেশ ডেস্ক:
নিউইয়র্কে ফুডস্ট্যাম্প বা সাপ্লিম্যান্ট নিউট্রিশন আসিস্টেন্স প্রোগ্রাম গ্রহীতারা সর্বোচ্চ সুবিধা পাবেন চলতি মাসে। রাজ্য গভর্নর ক্যাথি হকুল ১৩ মে শুক্রবার একথা জানান। ফুডস্ট্যাম্প কর্মসূচির অধীনে গ্রহীতারা চলতি মাসে অতিরিক্ত ২৩৪ ডলারের খাদ্য সহযোগিতা পাবেন বলে জানানো হয়েছে। সব ধরনের ফুডস্ট্যাম্প গ্রহীতারাই এ অতিরিক্ত সুবিধা পাওয়ার যোগ্য হবেন।
গভর্নর ক্যাথি হকুল বলেন, মহামারি-পরবর্তী বাস্তবতায় এখনও নিউইয়র্কের বহু পরিবার খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। এসব লোকজন এ বিপন্ন সময় অতিক্রম করার জন্য সরকারের এ সহযোগিতা খুবই অত্যবশ্যকীয়। রাজ্য গভর্নর হকুল বিবৃতিতে বলেন, সরবরাহ অপর্যাপ্ত থাকার কারণে দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়েছে। শিশুখাদ্য উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। খাদ্য নিরাপত্তা সহযোগিতার অতিরিক্ত অর্থ লোকজনের কাজে লাগবে। ২৮ মের মধ্যেই ফুডস্ট্যাম্পের অতিরিক্ত অর্থ গ্রহীতারা পাবেন বলে গভর্নর নিশ্চিত করেছেন। নিউইয়র্ক রাজ্যে ফুডস্ট্যাম্পপ্রাপ্তির জন্য যোগ্য লোকজন, একজনের পরিবারের জন্য ২৫০ ডলার, চারজনের পরিবারের জন্য ৮৩৫ ডলার এবং ৮ জনের পরিবারকে ৮০৪ ডলার পর্যন্ত মাসিক খাদ্য সহযোগিতা দেয়া হয়।