স্বদেশ ডেস্ক;
একজনের নাম জয় সাঁওতাল (২১), অন্যজন কবির হোসেন (২৩)। দুজনই পানছড়ি উপজেলার সাঁওতাল পাড়ার বাসিন্দা ও প্রতিবেশী। বিশ ঘণ্টা আগে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন বিরহের পোস্ট। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দু’-দুটো তাজা প্রাণ শেষ হলো অভিমানে।
জয় সাঁওতাল উপজেলার টুইলা ও হ্যাপী সাঁওতালের সন্তান। তিনি পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। গতকাল শুক্রবার (১৩ মে) বিকাল আনুমানিক ৫টার দিকে নিজ ঘরে রশিতে ঝুলে তিনি আত্মহনন করেন।
অপরদিকে, কবির হোসেন একই গ্রামের মো. হারুণ-অর-রশিদের সন্তান। তিনি পানছড়ি ডিশ ক্যাবল নেটওয়ার্কের একজন মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল দিবাগত মধ্যরাতে বিষপান করেন। গুরুতর অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দুটি অপমৃত্যুতে পানছড়ির অভিভাবক মহলের মাঝে বিরাজ করছে দিশ্চিন্তা আর আতঙ্ক।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরেই দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে বিরহের স্ট্যাটাস দিয়ে আসছিলেন। তারা যে আত্মহত্যার পথ বেচে নেবেন তা ছিল ধারণার বাইরে।
পানছড়ি থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।